খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশনের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে। আজ ১৩ জুলাই (রবিবার) সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওরিয়েন্টেশনের চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবন হলো আত্মগঠনের শ্রেষ্ঠ সময়। বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতা কেবল দেশেই নয়, সারা বিশ্বজুড়েই। তাই তোমাদের নিজেকে গড়ে তুলতে হবে বিশ্বমানের করে। চিন্তা করতে হবে বৈশ্বিক পরিসরে। বাস্তবসম্মত স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো ছাত্ররাজনীতিমুক্ত ও সেশনজটবিহীন পরিবেশ। এই ক্যাম্পাসে ভর্তির মাধ্যমে তোমরা এখন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছো। কাজেই বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা রক্ষা করা তোমাদের দায়িত্ব। সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বহুমাত্রিকভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, র্যাগিং ও যেকোনো অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।
এর আগে উপ-উপাচার্য নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। একই অনুষ্ঠানে নতুনভাবে মুদ্রিত স্টুডেন্ট হ্যান্ডবুক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, কলা ও মানবিক স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. আব্দুর রহমান শাহীন। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ‘কপিং এন্ড থ্রাইভিং ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ ছাড়াও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা এবং অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
ওরিয়েন্টেশনের চতুর্থ দিনে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট, ইংরেজি, বাংলা এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com