প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১:০৭ পি.এম
এবার রঙ্গিন সাজে সাজবে কুয়াকাটার সকল সড়ক, বৃক্ষ রোপনের কাজ শুরু

পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত রক্ষা বেড়িবাঁধের সৌন্দর্য বর্ধনের লক্ষে ৬ হাজার কৃষ্ণচূড়া , সোনালু, এবং অর্জুন গাছ রোপণের কার্যক্রম শুরু করেছে কুয়াকাটা পৌরসভা।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের অর্থায়নে কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন, বিডি ক্লিন, রিও সহ বেশ কয়েকটি সংগঠনের সহযোগিতায় এবং বনবিভাগ মহিপুর রেঞ্জের সদস্যদের উপস্থিতিতে
রবিবার (১৩ জুলাই) সকাল ১০ টায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ব্রাক প্রজেক্ট ম্যানেজার মো. কামাল হোসেন,বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান,বিড কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম,ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জহিরুল ইসলাম, রিও পরিচালক সাইদুর রহমান,বিডিক্লিন সমন্বয় আসাদুজ্জামান মিরাজ, ফটোগ্রাফার পরিচালক রাসেল শেখ, কুয়াকাটা সোনার বাংলা নার্সারী পরিচালক মোহাম্মদ আবুল কালামসহ স্থানীয় গন্যমান্যরা।
প্রেসক্লাব ও টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, এমন গাছগুলো দিয়ে
কুয়াকাটা সাজবে এমন স্বপ্ন ছিলো আমাদের । আজ পূ্র্নতা পেয়েছে আমরা ভীষন খুশি। আগামী কয়েক বছর পরে লাল আর সোনালীতে কুয়াকাটা সেই অপেক্ষায় কুয়াকাটাবাসী।
আয়োজকরা জানান, আগামী ৪ বছর পরে এই বেরিবাঁধের সৌন্দর্য দেখতে পর্যটকটরা কুয়াকাটা আসবে। কুয়াকাটার অন্যতম সৌন্দর্য মণ্ডিত স্থান হবে এই কৃষ্ণচূড়ার সৌন্দর্য। তাই এগুলো রক্ষার দায়িত্ব আমাদের সকলের।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com