প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১:১১ পি.এম
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা গণপিটুনির পর গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার পলাতক আসামি কুমিল্লা মহানগরীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
রবিবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় তাকে জনতা আটক করে মারধর করে। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুল হামিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, “বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আব্দুল হামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের হাতে ঘটনার শেষ মুহূর্তের ভিডিও ও স্থিরচিত্র রয়েছে। দুপুর দুইটার দিকে তাকে থানায় আনা হয়। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত হামিদ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় দেখা দিলে উত্তেজিত জনতা ক্ষোভ প্রকাশ করে এবং তাকে ধরে গণপিটুনি দেয়।
পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত চলছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com