ভারতের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। জেলার বিভিন্ন সীমান্ত রুটে নিয়মিত চলে মাদক কেনাবেচা। আইনে শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানেও বেপরোয়া এই জেলার মাদক ব্যবসায়ীরা। মাদকের করাল গ্রাসে যুব সমাজ যখন ধ্বংসের দ্বারপ্রান্তে তখন চলছে সেনাবাহিনীর নিয়মিত অভিযান। সেই অভিযানের অংশ হিসেবে জেলা শহরের সুজামের মোড় এলাকায় ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী।শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারি।কুড়িগ্রাম সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেড এর ২২ বীর কর্তৃক সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে ধাওয়া দিলে কৌশলে মাদক কারবারি পালিয়ে যায়।স্থানীয়রা বলছেন, মাদকের উৎস ধ্বংস না করে, অভিযান চালিয়ে মাদক কারবারিদের প্রায় আটক করা হয় কিন্তু কিছুদিন পরে তারা ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। এভাবে চলতে থাকলে মাদক নির্মূল সম্ভব নয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গিয়েছে। সেনাবাহিনীর এই মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com