প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১:৩৫ পি.এম
গলাচিপায় বজ্রপাতে দুইটি গবাদিপশু নিহত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন চরখালী এলাকায় বজ্রপাতে খালেক হাওলাদারের দুটি গবাদিপশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ১৩ জুলাই রবিবার আনুমানিক বেলা ১১ টার দিকে প্রতিদিনের মতো মাঠে ঘাস খাওয়ার সময় বৃষ্টিপাত শুরু হয় এসময় বজ্রপাতে এই ঘটনা ঘটে।
গরুর মালিক জানান, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো, সকালে ঘাস খাওনোর জন্য মাঠে নিয়ে গেছি একটি গাভী ও একটি বলদ গরু। তাদের রেখে এসেছিলাম, অতিবৃষ্টির কারনে বাড়িতে আনার প্রস্তুতি নেয়ার আগেই হঠাৎ বজ্রপাতে আমার গরু দুই'টি নিহত হয়, বলে কান্নায় ভেঙে পরেন।
এবিষয়ে গলাচিপা উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপন অফিসের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা জানান, বজ্রপাতে গরু নিহতের ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে অফিসের লোক পাঠিয়ে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেয়া হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি বিধিমালা অনুযায়ী সার্বিক সহযোগিতা করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com