বাগেরহাটে স্বাস্থ্য সেবার মান্নোন চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ
সামাজিক নিরীক্ষণ ও এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
রবিবার (১৩ জুলাই) সকালে শহরের অভিজাত ধানসিঁড়ি হোটেলের সম্মেলন কক্ষে
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে ও রুপান্তর ও বাংলাদেশ হেলথ ওয়াচ
এর সহযোগিতায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণে উদ্ভোধন করেন জেলা
স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি ও যমুনা টেলিভিশনের বাগেরহাট
প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম রাজেশ অধিকারী,
অর্গানাইজেশন ডেভলমেন্ট কনসালটেন্ট শুভাশীষ চন্দ্র মহন্ত। প্রশিক্ষণে
স্বাস্থ্য সেবার উন্নয়নে স্থানীয় ভাবে নাগরিক নিরীক্ষা এবং কমিউনিটি
মবিলাইজেশন বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com