প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ২:০৭ পি.এম
নড়াইলে এক বিষয়ে পরিক্ষা দিয়ে অন্য বিষয়ে অকৃতকার্য

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সে আগের বছরে অকৃতকার্য হওয়া একটি বিষয়ের পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে; কিন্তু আগের বছর পাস করা একটি বিষয়ে এবার ফেল করেছে।
ওই শিক্ষার্থীর নাম রোমান মোল্যা। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ইলেকট্রিক ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
বিদ্যালয় ও ওই শিক্ষার্থী সূত্রে জানা গেছে, রোমান মোল্যা ২০২১-২২ শিক্ষাবর্ষে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরি শাখায় ইলেকট্রিক্যাল ট্রেডে নবম শ্রেণিতে ভর্তি হয়। ২০২৩ সালে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সব বিষয়ে উত্তীর্ণ হলেও ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে ফেল করে। পরের বছর, ২০২৪ সালে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। তবে সেবারও পাস করতে পারেনি। এরপর ২০২৫ সালে রোমান আবারও ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে পরীক্ষা দেয়। এবার সে ওই বিষয়ে পাস করেছে; পেয়েছে এ মাইনাস (A-) গ্রেড। কিন্তু এবার বিপত্তি ঘটে অন্য এক বিষয়ে। ফলাফলের তালিকায় দেখা যায়, সে কৃষিশিক্ষা বিষয়ে ফেল করেছে। অথচ আগের দুবারের ফলাফলে ওই বিষয়ে সে পাস করেছিল। এই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেও বোর্ড রোমানের সামগ্রিক ফলাফল প্রকাশ করেছে ‘পাস’ হিসেবে, যেখানে তার জিপিএ দেখানো হয়েছে ৪ দশমিক ১৪।
রোমান মোল্যা বলে, ‘কৃষিশিক্ষা বিষয়ে আমাকে ফেল দেখানো হচ্ছে। আমি তো এ বছর কৃষিশিক্ষা পরীক্ষা দিইনি। আর এর আগে দুবারের রেজাল্টে কৃষিশিক্ষায় পাস ছিল। প্রথমে রেজাল্ট শিট দেখে কিছু বুঝতে পারিনি। পরে এ ব্যাপারটি দেখতে পাই। মানসিকভাবে চাপে আছি। স্যারদের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পাচ্ছি না।’
এ বিষয়ে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, ‘ফলাফলে এমনটি হওয়ার কথা নয়। তবে ধারণা করছি, এটা দায়িত্বরত ব্যক্তির টাইপিং মিসটেক হতে পারে। শিক্ষার্থীর ফলাফলের বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com