প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ২:০৮ পি.এম
বগুড়া শাহজাহানপুরে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ শামিম ও লিয়ন গ্রেফতার

বগুড়া শাহজাহানপুরে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ শামিম ও লিয়ন গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, মহোদয়ের দিকনির্দেশনায় রবিবার (১৩ জুন) অনুমানিক ১টা ১০ মিনিটে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় মাইক্রোওয়েভ বেতার স্টেশন (বিটিসিএল বনানী) অফিসে মূল গেটের সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন, ৩টি সিম এবং নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো, মোঃ শামীম মিয়া (২০), পিতা- মোঃ আশরাফ আলী, সাং-মইদাম হাজিপাড়া, ইউপি-পাথরডুবি থানা-ভুরুঙ্গামারি, জেলা কুড়িগ্রাম মোঃ লিয়ন মিয়া (২২) পিতা-মোঃ মুসা মিয়া, সাং গরুর হাটি মুন্সিপাড়া, থানা-উলিপুর জেলা-কুড়িগ্রাম বর্তমান ঠিকানাঃ সাং-কাঠালবাড়ী নেপাদদারগা আদগ্রাম (আবাসন), থানা- সদর, জেলাঃ কুড়িগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com