প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৪:৩১ পি.এম
ভুরুঙ্গমারীতে অটো রিস্কা ও ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ নিহত আহত ৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর সড়কে ঘুন্টিঘর নামক জায়গায় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রোববার (১৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চার জন আহত হয়েছেন এবং তাদের ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন অটোরিকশার চালক বানু মিয়া, যিনি পাইকারছড়া ইউনিয়নের বাসিন্দা, এবং অপর একজন নারী যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান ড্রাম ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নারী যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক মারা যায়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আবু সায়েম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটোচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। চারজন আহত অবস্থায় ভর্তি রয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com