প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৭:০৯ পি.এম
মীরসরাই হিংগুলি বন বিটে যৌথ অভিযানে দুইটি ড্রেজার জব্দ ও ৫০০ ফুট পাইপ ধ্বংস

চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধিক্ষেত্রাধীন মীরসরাই রেঞ্জের হিংগুলি বন বিট এলাকায় সংরক্ষিত বনে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইটি ড্রেজার মেশিন এবং আনুমানিক ৫০০ ফুট পাইপ সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ১২ জুলাই ২০২৫ খ্রিঃ বিকাল ৪টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন মীরসরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সাইফুল ইসলাম এবং মীরসরাই রেঞ্জ কর্মকর্তা জনাব মো. আল-আমিন। অভিযানে অংশ নেয় বন বিভাগ, মীরসরাই উপজেলা প্রশাসন, জোরারগঞ্জ থানা পুলিশ, করেরহাট ও মীরসরাই রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা-কর্মচারী এবং ধুমঘাট চেক স্টেশনের টহল দলসহ মোট ৪০-৫০ সদস্যের একটি যৌথ টিম। অভিযানের সময় হিংগুলি খালের সংরক্ষিত বনে বালি উত্তোলনের দৃশ্য দেখা যায়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা আগেই পালিয়ে যায়। ফলে কাউকে হাতে-নাতে আটক করা সম্ভব হয়নি। তবে আসামিদের শনাক্ত করে পি.ও.আর বন মামলা দাখিলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার আলামত হিসেবে ড্রেজার মেশিনের অংশবিশেষ জব্দ করে সংরক্ষণ করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা জনাব এস এম কায়চার অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। তিনি সফল অভিযান পরিচালনার জন্য উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং জোরারগঞ্জ থানা পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিভাগীয় বন কর্মকর্তা আরও জানিয়েছেন, সংরক্ষিত বনে বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি বলেন, “বনাঞ্চল রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও অভিযান চলমান থাকবে, কেউ রেহাই পাবে না।” স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সংরক্ষিত বনের পরিবেশ রক্ষায় এমন অভিযান আরও বাড়ানো উচিত।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com