ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের খানপুর গ্রামে এক নারী গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছেন।
রবিবার (১৩ জুলাই) সকাল অনুমানিক ১১:৩০ টায় মো. মতিবুল হকের স্ত্রী মোছা. মামনি আক্তার(২২) নিজ শয়ন ঘরে বাঁশের খুঁটির সাথে নিজের পরনের ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন।
মশালডাঙ্গী গ্রামের মৃত্যু পল্টু মিয়ার কন্যা মামনি আক্তারের গত কয়েক মাস আগে আমগাঁও গ্রামের মতিবুল হকের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় ।
পারিবারিক সূত্রে জানা গেছে মৃত্যু মামনি আক্তার অনেক ভদ্র ও নম্র স্বভাবের ছিলেন, কারো সাথে কোন ঝামেলায় জড়াতেন না।
আজ সকালে মতিবুল হককে বাজার খরচের জন্য আমগাঁও চৌরাস্তায় পাঠান তার স্ত্রী । বাজার থেকে এসে মতিবুল হক দেখতে পায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মা হত্যা করেছেন । মতিবুল হক চিল্লা- হাল্লা করলে গ্রামের লোকজন ছুটে আসেন।
এই বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডলকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন মেয়ের পরিবার থেকে লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগে কোন সন্দেহ না থাকায় লাশ ময়নাতদন্তের রিপোর্ট ছাড়ায় মাটি দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com