বাগেরহাট গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনকারী সাতক্ষীরা জেলা সদরের নাথুয়াডাঙ্গা এলাকার আব্দুল গফুরের ছেলে কালাম হোসেন (২৫) কে আটক করা হয়। রবিবার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
প্রেস বিফ্রিংয়ে তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার রাত ২:৩০ মিনিটে জেলার কাটাখালি বাসস্টান্ডে সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইন পরিবহনে অভিযান পরিচালনা করে। এ সময় বাসের মালামালের বক্সে আমের ক্যারেটের মধ্যে থাকা ২০ হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশের দল। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১ লক্ষ ৫০ হাজার টাকা।
পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ আরো জানান, মাদকদ্রব্য বহনকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বাগেরহাট জেলা পুলিশ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com