কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে।
গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে রোববার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমান্যার চর বেতুয়া বাজার ব্রিজসংলগ্ন এলাকায় উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।
নিলাম কার্যক্রম পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। এ সময় চিরিংগা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) আবুল মনসুর আহমেদ, পেশকার, চকরিয়া থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক ও বেশ কিছু এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
নিলামে মোট ৩৭ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্য সর্বোচ্চ নিলাম ডাকদাতা হিসেবে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের মো. ফরিদুল আলম ৭ লাখ ৮০ হাজার টাকায় জব্দকৃত বালুর মালিকানা লাভ করেন।
এর আগে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব বালু অবৈধ উত্তোলনের দায়ে জব্দ করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com