প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৭:৫০ পি.এম
নড়াইলে আইডিইবি’র নতুন কমিটি গঠন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক সালাম

নড়াইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে নড়াইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনের নিজস্ব অফিসে বর্ধিত সভায় সকলের সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এম মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুস সালাম।
কমিটি গঠনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় জনসংযোগ ও প্রচার সম্পাদক মোস্তফা কামাল ।
আলোচনা ও কমিটি গঠন পর্ব শেষে আইডিইবি’র সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কমিটিতে ৫ জন উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্ত করা হয়। অন্যন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সেলিম রেজা, রমিউচ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশেক এলাহি, চাকুরী বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, গ্রন্থনাগার ও দপ্তর সম্পাদক শাকিল, জনসংযোগ ও প্রচার সম্পাদক খায়রুজ্জামান তানিম, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আনোয়ার সাদাত, সমাজ কল্যাণ সম্পাদক আঃ মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিল্লাল, গবেষণা ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক কল্পনা খাতুন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক মোবাশ্বের হোসেন।
উল্লেখ্য, আইডিইবি দীর্ঘদিন ধরে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নড়াইল জেলা কমিটির নতুন নেতৃত্বে এ কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় নব নির্বাচিত সভাপতি এম এম মামুনুর রশিদ বলেন, আমি দায়িত্ব নিয়ে প্রথম কাজটি হবে আইডিইবি'র নড়াইলে জমি ক্রয় করে একটি নিজস্ব ভবন নির্মাণ করা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com