প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৭:৫৩ পি.এম
ছাত্র লীগ নেতার কম্পিউটার দোকান এখন ভূমিসেবা সহায়তা কেন্দ্র

(শেরপুরের) নালিতাবাড়ী উপজেলায় কম্পিউটার ভূমিসেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করেন,
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি
(আজ ১৩ ই জুলাই ২০২৫) রবিবার বিকাল পাঁচটায়,
নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজার তামিম কম্পিউটার দোকানে, এই ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন,
সাধারণ মানুষ হয়রানি থেকে লাগব পাবে বলে
আশা করা হচ্ছে, সাইনবোর্ডে লেখা আছে সরকারি অনুমতি পত্র প্রাপ্ত ভুমি সহায়তা কেন্দ্র মেসার্স তামিম কম্পিউটার,
তবে প্রশ্ন ঃ হলো ,,
প্রোঃ তামিম হাসানের ফেসবুক প্রোফাইল তথ্য অনুযায়ী,
তামিম হাসান পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছে,
২৪ শের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সরকার পালিয়ে গেলেই ছোট খাটো নেতারা পালিয়ে যায় নি, তারা জার তার এলাকায় স্বাভাবিক জীবন যাপন করে আসছে, কেউ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বাঁধাগ্রস্থ করেছে না,
এবার দেখা গেল ভূমি সেবা পেতেও আওয়ামী লীগের দোসর নিষিদ্ধ ছাত্র লীগের কম্পিউটার দোকানে গিয়ে সুবিধা নিতে হবে এমনটাই মনে করেন ভুক্তরা,
সচেতন নাগরিকদের দাবি, এই অভিযোগ সঠিক তদন্ত করে নির্দলীয় নিরপেক্ষ একটি কম্পিউটারের দোকানে,
ভূমি সহায়তা কেন্দ্র অনুমতি দেওয়ার জোর দাবী জানিয়েছেন বিশেষজ্ঞগন,, ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com