প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১০:৫০ পি.এম
হরিপুরে সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু/উভ/ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাসেল আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোরে জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। রাসেল হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের নিয়াজের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে রাসেল সহ কয়েকজন মিনাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। তারা কাটা তারের কাছে গেলে ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে রাসেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে আছে।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com