পাবনা জেলার, কাশিনাথপুর বড় কোন শহর না, এটা একটা ইউনিয়ন পর্যায়ের এলাকা। অথচ অনেক জেলা পর্যায় শহরের চেয়েও, এবারের এসএসসি পরীক্ষায়, অত্যন্ত ভালো ফলাফল করেছে, এই প্রতিষ্ঠানটি। প্রতি বছরের মতো এবারও কাশিনাথপুর বিজ্ঞান স্কুল অত্র এলাকার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে।আমাদের প্রতিনিধিকে উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক, জাহিদুল ইসলাম জাহিদ বলেন। আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের ফসল হিসেবে ৩২ জন জিপিএ ৫.০০ সহ শতভাগ পাশ করেছে। আমরা বিজ্ঞান স্কুল পরিবার ওদের জন্য গর্বিত।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, আমাদের বিদ্যালয় প্রায় ১৫০০ অধিক শিক্ষার্থী আছে, এদেরকে শিক্ষা দান এবং দেখভাল করার জন্য প্রায় ৭৪ জন শিক্ষক মন্ডলী সহ স্টাফ আছেন। উক্ত বিদ্যালয় শিক্ষার মান নিয়ে অভিভাবক ও সন্তুষ্ট। আমরা কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ পরিচালক ও অন্যান্য স্টাফরা এই আনন্দঘন মূহুর্তে সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com