প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৯:৫২ এ.এম
উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, সেনাবাহিনীর অভিযানে মোটরসাইকেল উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ। এর আগে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম। সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীর ব্যাটালিয়নের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার টাকা নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মেজর শাহারিয়ার আহাদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com