প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১০:১৫ এ.এম
পাবনার কলাবাগান কলোনিতে দীঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পাবনা, ১৪ জুলাই ২০২৪: পাবনা শহরের লাইব্রেরি বাজার সংলগ্ন কলাবাগান কলোনির ওয়াজ উদ্দিনের গলির ভেতরে রেখা কমিশনারের বাড়ির পাশের একটি দীঘি থেকে আজ সকালে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, সকালে দীঘিতে একটি লাশ ভেসে থাকতে দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এখনো পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।"এই আকস্মিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com