প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১১:২৩ এ.এম
জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালেয়ে নৈশ প্রহরীর অবসর জনিত রাজকীয় বিদায়

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নে অবস্থিত জাতীয় পুরস্কার প্রাপ্ত সনামধন্য বিদ্যাপীঠ জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী সন্তোষ চন্দ্র সরকারকে অবসরজনিত রাজকীয় বিদায় দিয়ে প্রশংসায় ভাসছে প্রধান শিক্ষক সহ স্কুল কতৃপক্ষ।
সকাল ১০ টায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানটি বিদ্যলয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম বাদশা তার বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন।সহকারী শিক্ষক মোঃ নজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আলম সরকার, মোঃ ফজলুল হক,অভিভাবক সদস্য শহিদুল ইসলাম প্রমূখ।
বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয় এবং একটি খোলা মাইক্রোবাসে স্কুল হতে বাড়ী পর্যন্ত ফুলেল শুভেচছা সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ তাকে বাড়ীতে পৌঁছে দেন।এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এমন রাজকীয় বিদায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com