প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১১:৩১ এ.এম
মাগুরাতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গীকারে মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৪ জুলাই ২০২৫ সোমবার দুপুর ১২টায় মাগুরা সদর উপজেলার ঢাকা রোড ব্রিজের পাশে পানির উন্নয়ন বোর্ডের নির্ধারিত স্থানে এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম। এই সময় জেলা প্রশাসক বলেন জুলাই স্মৃতিস্তম্ভ ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এই জাতির আগামী দিনের ন্যায় ও সংগ্রামের প্রতীকই ভিত্তি প্রস্তর স্থাপন হল আমরা প্রত্যাশা রাখছি আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান,জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জুলাই অভ্যুত্থান দিবস বাস্তবায়ন কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। জেলা গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা। চলতি মাসের ৩০ জুলাই এর মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্মৃতিস্তম্ভ কেবল শহীদদের স্মরণেই নয়, বরং একটি ন্যায় ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সংগ্রামের চিরন্তন পতীক হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনেও তেমনি ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। এসময় জামায়াতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির, এম বি বাকের বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভ স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জীবন্ত প্রতিক হয়ে থাকবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ইতিহাস জানাবে ও অনুপ্রাণিত করবে। এ স্মৃতিস্তম্ভ নির্মাণের মধ্য দিয়ে ইতিহাস সচেতনতা ও প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনা পৌঁছে দেওয়ার একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com