প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৩:৫৫ পি.এম
পাবনা- ঢাকা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে নিহত- ২ আহত বহু

পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া ইটভাটা মোড়ে সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ‘পাবনা এক্সপ্রেস’ ও ‘অর্থি পরিবহন’ নামে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস দুটি অতিরিক্ত গতিতে চলছিল। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ভয়াবহ রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। আহতদের তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ‘পাবনা এক্সপ্রেস’-এর চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com