প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৫:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৪:০০ পি.এম
নওগাঁ রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়
মাদ্রাসা সুপার, শরিফ উদ্দিন মাজহারীর সঞ্চালনায়
মাদ্রাসা সভাপতি,বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত রাণীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা ইবনে আব্বাস এর সভাপতিত্বে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার
জনাব রাকিবুল হাসান।
প্রধান অতিথি বলেন,
মাদ্রাসার ছাত্ররাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়। তাই মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করার কোন সুযোগ নেই। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানদেরকে নিয়মিত মাদ্রাসায় পাঠান, মাদ্রাসা প্রধানের কাছে আপনার সন্তানের জন্য খোঁজ নেন পড়াশোনা ঠিকমত হচ্ছে কিনা। এরাও আগামী দিনের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর কেউ বা ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বড় অফিসার হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রানীনগর মাধ্যমিক শিক্ষা অফিসার
জনাব শফিউল আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন
রানীনগর গার্লস স্কুলের সভাপতি
মেজবাউল হক লিটন।
বিশিষ্ট রাজনৈতিক নেতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আমির
ডাক্তার আনজির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রী।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com