প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৪:০২ পি.এম
হোসেনপুরে কিশোর ও প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর ও প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৪ জুলাই) ভোরে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের আবুল বাশারের পুত্র স্থানীয় হাফেজি মাদ্রাসায় অধ্যয়নকৃত ১২ পারা কোরআন মুখস্থ করা ছাত্র মোসাহিদ মিয়া (১৪) বাড়ির পাশে আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হোসেনপুর থানা পুলিশ। এ বিষয়ে মৃত্যের পরিবারের পক্ষ থেকে জানান, মৃত মোসাহিদ মোবাইল আসক্ত হয়ে গভীর রাত পর্যন্ত মোবাইল দেখতে থাকলে তার মা জুরকরে হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে তাকে ঘুমাতে বলে তিনি ঘুমিয়ে যান। পরে ভোরে তার লাশ ফাঁসিতে ঝুলন্ত দেখতে পান।
অপরদিকে একই দিনে বেলা ১১টায় উপজেলার কাওনা গ্রামের সৌদী প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী নিসন্তান সনিয়া আক্তার (২১) তার নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো ফাঁসিতে ঝুলন্ত লাশ তার প্রতিবেশী ও নিকট আত্মীয়রা উদ্ধার করে। মৃত্যের পিতা উপজেলার হারেঞ্জা গ্রামের নজরুল ইসলাম জানান, তার মেয়ে সনিয়া মৃত্যুর ১ঘন্টা আগেও তার সাথে ফোনে কুশল বিনিময় করে কথা বলেছে। মৃত্যের শশুর বৃদ্ধ শারিরীক প্রতিবন্ধী আফাজ উদ্দিন বলেন আমার ছেলে মাসুম দুই বৎসর আগে বিয়ে করে বিদেশ চলে গেছে। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে সুসর্ম্পক ছিল। হোসেনপুর থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা করা হয়নি। ময়না তদন্ত রির্পোটের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com