প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ২:২৪ এ.এম
চকরিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে মা স্বাস্থ্য সেবা কেন্দ্র -এনএসএস শ্রেষ্ঠ ক্লিনিক নির্বাচিত

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসে ‘ন্যায্য ও সম্ভাবনায় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে সারা দেশের মতো চকরিয়াতেও উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাউস সালমান এর সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষ মোহনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত সভায় স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার দিক থেকে সকল সহযোগিতা করবেন এবং সকল ইউপি চেয়ারম্যানদের প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশ দেয়া হবে। তিনি আরো বলেন, এবারের প্রতিপাদ্য কে ধারন করে নিজ নিজ কাজ গুলো এগিয়ে নিতে হবে প্রতিবন্ধকতার মাঝেও।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আরএমও ডাঃ অপু মজুমদার, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আলোচনা সভায় অংশগ্রহণ করেন, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার, মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ম্যানেজার সহ পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় অবদান রাখায় খুটাখালী ইউনিয়ন পরিষদ, পরিবার কল্যাণ কেন্দ্র সহ নজরুল স্মৃতি সংসদ পরিচালিত মা স্বাস্থ্য সেবা কেন্দ্র -এনএসএসকে শ্রেষ্ঠ বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com