প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ২:২৯ এ.এম
নারায়ণগঞ্জে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” এর উদ্বোধন

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে শহরের কেন্দ্রীয় চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। জুলাই মাসের আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত এ স্মৃতিস্তম্ভটি এখন জাতীয় পর্যায়ে ঐতিহাসিক চেতনার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও জনসম্পত্তি উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক রফিকুল আব্রার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ক্রীড়া ও যুব বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ শুভাইয়্যাদ এবং সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি একটি জাতির সংগ্রাম ও ত্যাগের প্রতিচ্ছবি। ২০২৪ সালের মার্চ-জুলাই সময়ে সংঘটিত জনআন্দোলন ও গণচেতনার নিদর্শন হিসেবে এটি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে। আধুনিক ডিজাইন ও স্থাপত্যশৈলীতে নির্মিত এ স্মৃতিস্তম্ভে ব্যবহার করা হয়েছে উন্নতমানের পাথর ও ধাতব উপাদান, যাতে শহীদদের আত্মত্যাগের স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকে।
সরকার “জুলাই পুনরুদ্ধার কর্মসূচি ২০২৫”-এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এধরনের স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। নারায়ণগঞ্জ থেকে শুরু হওয়া এই উদ্যোগ আগামীতে জাতীয় ঐতিহ্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com