প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৭:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ২:৩১ এ.এম
বাউফলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তৎপরতায় একটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব নওমালা গ্রামের আ. রাজ্জাকের ছেলে মো. ইব্রাহীম (১৫) এর সঙ্গে একই এলাকার জামাল হাওলাদারের মেয়ে, অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তার (১৩) এর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকাবাসীর উপস্থিতিতে বিয়ে বন্ধ করেন।
পরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী ছেলের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন কাজে জড়াবে না—এই মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও আমিনুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। মেয়ের পরিবার বিয়েতে সম্মত না থাকায় ছেলের পরিবারকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার নেওয়া হয়েছে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com