প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ২:৩৩ এ.এম
সাঁথিয়ায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

পাবনার সাঁথিয়া উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে এবার অনুসরণ করা হলো সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতি। উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি বিক্রয়কেন্দ্রের জন্য ৩৩জন ডিলার চূড়ান্ত করা হয়েছে।
সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইউএনও রিজু তামান্না বলেন,
“অনেক জায়গায় ডিলার নিয়োগ নিয়ে নানা ধরনের অভিযোগ উঠে। তাই এবারে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো পক্ষ-বিপক্ষের সুযোগ না থাকে। আশা করি, নির্বাচিত ডিলাররা সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করবেন।”
প্রার্থীদের অনেকেই বলেন,
“প্রতিবার ডিলার নিয়োগে তদবির ও লেনদেনের অভিযোগ উঠলেও এবারের প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। আমরা ইউএনওর এ উদ্যোগকে সাধুবাদ জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না সাঁথিয়া সমাজ সেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: জয়নুল আবেদীন রানা সাঁথিয়া প্রেস ক্লাবের সহ- সভাপতি ফারুক হোসেন সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com