প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ২:৪২ এ.এম
কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী বিজয় ২৪ হলে গাঁ জা সেবনের সময় আটক

কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের এক শিক্ষার্থীকে গাঁ জা সেবনের সময় আটক করেছে ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীরা। আটককৃত শিক্ষার্থীর নাম পার্থ ঘোষ, তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র।
জানা গেছে, রবিবার (১৩ জুলাই) অনার্স তৃতীয় বর্ষের ১ম ইনকোর্স পরীক্ষা শেষে বৃষ্টির কারণে পার্থ ঘোষ আশ্রয়ের জন্য বিজয় ২৪ হলের ৩০৪ নম্বর রুমে প্রবেশ করেন। এ সময় তিনি ওই কক্ষে বসেই গাঁ জা সেবন শুরু করেন বলে অভিযোগ করেন রুমে থাকা অন্যান্য শিক্ষার্থীরা। পরে তারা তাকে আটক করে হল সুপার সামিউল ইসলামের সহায়তায় পুলিশে সোপর্দ করেন।
আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলটিতে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে সিসিটিভি ক্যামেরা নেই বা অকার্যকর থাকায় এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। কিছুদিন আগেই ওই হল থেকে একাধিক সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন ফ্লোরের ওয়াশরুম থেকেও নানা ধরনের জিনিসপত্র চুরির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থীরা একাধিকবার কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠে এসেছে।
হল সুপার সামিউল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে হলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
এ ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত হলের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com