মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়নের লক্ষে উপজেলার গড়াই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ৫’লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করা হয়েছে। সোমবার(১৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত গড়াই নদীর ওয়াপদা থেকে মাটিকাটা খেয়াঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে উক্ত জাল জব্দ করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর উপস্থিতিতে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাগুরা জেলা মৎস্য অফিসার এর নির্দেশক্রমে ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধু ব্যক্তিরা অবৈধ চায়না দোয়ার জাল ও দীর্ঘ বেড়জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ দিন দিন শেষ করে দিচ্ছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গড়াই নদীতে অভিযান চালিয়ে ২৩’শ মিটার চায়না দোয়ার, ১৬’শ মিটার কারেন্ট বেড়জাল, ৬’টি সুতি জাল, ১’টি বড় জগৎ বেড়জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা চায়না জালের আনুমানিক মূল্য ৫’লাখ টাকা। তবে দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com