বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার শাখার উদ্যোগে শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে মতবিনিময় ও অনুদান প্রদাান হয়েছে। রবিবার বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা হলরুমে ঐতিহাসিক “জুলাই বিপ্লব” এর শহীদ ও আহতদের স্মরণে এ আয়োজন করা হয়।
লালমোহন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী জনাব মাওলানা হারুন অর রশিদ, সহ-সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ, জেলা বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, লালমোহন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ ১২টি শহীদ পরিবার ও ৪৩ টি আহত পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য যে প্রতিটি শহীদ পরিবারকে ২ লক্ষ টাকা কওে অনুদান প্রদান করা করেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com