১৫ জুলাই রাত বারোটা ত্রিশ মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল পাড়ার জিয়া মোর থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। "তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে? সৈরাচার সৈরাচার, কথায় কথায় বাংলা ছাড় ' বাংলা কি তোর বাপ-দাদার? " এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা সম্পুর্ণ ক্যাম্পাস প্রদক্ষিন করে মিছিল নিয়ে মেইনগেটে উপস্থিত হয়।
সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন, বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, তিনি বলেন, ফ্যাসিবাদের জননী হাসিনা গতবছর এই দিনে আমাদেরকে (শিক্ষার্থীদের) রাজাকার বলে সম্বোধন করেছিলো, কিন্তু সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে গন বিসরণ জেগেছিলো সেটি ৯ দফা থেকে ১ দফায় রুপ নিয়েছিলো। তার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, আজকের এই দিন একটি ঐতিহাসিক দিন ,এই দিন সৈরাচার, পতনে মোর ঘুরিয়ে দিয়েছিলো, শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেওয়ার শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়েছিলেন সারা বাংলাদেশে। একই ধারাবাহিকতায় আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাত্র ১৫ মিনিটের ঘোষণায় সব শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিলো। আজকের এই মিছিলটি তারই প্রতিক্রিয়া স্বরুপ। আওয়ামী যে ন্যারেটিভ দার করানোর চেষ্টা করা হচ্ছে আমরা চাই জুলাইকে অন্তরে ধারন করে তা নস্যাৎ করে দিতে। সামনে কোনো ন্যারেটিভ যাতে কেউ দার করাতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে ইনশাআল্লাহ।
সৌরভ আরো বলেন, "স্বতস্ফূর্তভাবে এই বৃষ্টিস্নাত রাতের আধারে আপনারা জুলাই কে ধারণ করার জন্য এসেছেন তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই"।
সহ-সহ-সমন্বয়কদের বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে সমাপ্ত করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com