প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১০:৫২ এ.এম
তারেক রহমানের পক্ষে খুলনায় চিকিৎসকদের সমাবেশ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে খুলনায় চিকিৎসকরা এক প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ শাখা।
সাবেক ছাত্রনেতা ডাঃ রাশেদুজ্জামান ছোটনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর সালেহ পলাশ।
সমাবেশে বক্তব্য রাখেন ডাঃ মোস্তফা কামাল, ডাঃ তাজরুল ইসলাম, ডাঃ কামরুল হুদা নিশান, ডাঃ মাহাবুব রোশেদ, কর্মচারী পরিষদের নেতা মোঃ আলিম, ও নার্সিং নেত্রী হোসনেয়ারা খানম প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ক্রমাগত অবনতি ঘটছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির। সম্প্রতি ঘটে যাওয়া মিটফোর্ড হাসপাতালের নির্মম হত্যাকাণ্ডকে সুপরিকল্পিত উল্লেখ করে তা বিএনপির বিরুদ্ধে একটি অপপ্রচারের অংশ বলেও দাবি করেন তারা।
জামায়াত, শিবির ও এনসিপির নাম উল্লেখ করে বক্তারা বলেন, “দেশের অভ্যন্তরে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র।”
তারা আরও ঘোষণা দেন, যেকোনো পরিস্থিতিতে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের রুখে দাঁড়ানো হবে।
তবে সরকারি চাকরিজীবীদের সরাসরি একটি রাজনৈতিক দলের হয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ। অনেকেই প্রশ্ন তুলছেন, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের পেশাগত নিরপেক্ষতা কি এইভাবে লঙ্ঘিত হওয়া উচিত?
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com