প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১১:০৮ এ.এম
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতাঃ তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত ও তৈরীকৃত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্রোর দ্বিতীয় তলায় বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এই সময় অন্যান্যের মাঝে জাতীয় মহিলা সংস্থা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন কর্মকর্তা বহিৃ শিখা রায়, জাতীয় মহিলা সংস্থার উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূইয়া উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম জানান, প্রশিক্ষিত বেকার ও উদ্যোগী নারীদের জীবন ও জীবিকার অবস্থান পরিবর্তনের জন্য হাতে কলমে শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয়ের জন্য দোকান করে দিয়েছে সরকার। নারী উদ্যোক্তারা তাদের তৈরিকৃত কাপড়, নকশীকাথা, সুতা ও পাটজাতের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী এবং খাবার বিক্রয় করবেন এই বিক্রয় কেন্দ্রে। এছাড়া উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যসামগ্রী এখানে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।
.
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com