টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনা কমাতে এ সড়ক পরিবহন আইন-২০১৮ এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করণে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার(১৪ জুলাই) দুপুরে মধুপুর উপজেলাধীন সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা গোলাবাড়ি বাসস্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় বাস, ট্রাক, সিএনজি ও মোটরবাইক চালকদের থামিয়ে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় আইন অমান্যের অভিযোগে মোট ৭টি মামলায় ৭ জন চালককে মোট ৪৬,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। যৌথ ভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। টাঙ্গাইল জেলা বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোঃ এনামুল হক। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুপুর সেনাক্যাম্পের একটি চৌকস সেনা দল। এসময় আয়োজকরা আজকের খবর প্রতিনিধিকে বলেন সড়ক দুর্ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে সচেতন করতে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com