প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১১:৫২ এ.এম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে মাগুরা জেলা জামায়াতের প্রস্তুতি চূড়ান্ত

জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে মাগুরা জেলা জামায়াতে ইসলামী সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী১৯ জুলাই ২০২৫, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় মাগুরা জেলা জামায়াত ইসলামীর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আমির ও মাগুরা দুই আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের তিনি বলেন,সম্প্রীতির এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাতে এই জাতীয় সমাবেশ আহ্বান করা হয়েছে।
তিনি আরও জানান, মাগুরা জেলা থেকে কমপক্ষে ১০থেকে ১১ হাজার সমর্থকে নিয়ে সমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে একশটি বাস ও ১০০ টি মাইক্রোবাস সহ যাবতীয় যাতায়াত ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলার সাবেক আমির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং মাগুরা ১ আসনের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মতিন তিনি বলেন,গণতন্ত্র,ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ হবে একটি মাইলফলক। জাতীয় ঐক্য ও ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে এই কর্মসূচির গুরুত্ব অপরিসীম।
এছাড়াও সাম্প্রতিক মিটফোর্ড এলাকায় সংগঠিত নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অধ্যাপক বাকের বলেন,খুনি বা সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধী যে-ই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সমাবেশ সফল করতে তরুণ সমাজসহ জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারি সাঈদ আহমেদ,জেলা নায়েবে আমির মাহবুবুর রহমান,পৌর আমির আশরাফ হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com