প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১১:৫৭ এ.এম
হুজরাপুর মডেল একাডেমী প্রাঙ্গণে জলাবদ্ধতা অতি বৃষ্টিতে হাঁটু পানি, ব্যাহত পাঠদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হুজরাপুর মডেল একাডেমী টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে। বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে হাঁটু পরিমাণ পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। ব্যাহত হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম।
বিদ্যালয়টিতে প্রবেশদ্বার থেকে শুরু করে শ্রেণিকক্ষ পর্যন্ত পানি জমে আছে। জাতীয় পতাকা মঞ্চ, খেলার মাঠ, বারান্দা এমনকি বিদ্যালয়ের অভ্যন্তরীণ চলাচলের পথও পানিতে তলিয়ে গেছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা চরম কষ্টে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে।
বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক বলেন,
“শ্রেণিকক্ষে পৌঁছাতেই ভিজে যায় শিক্ষার্থীরা। অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এমন অবস্থায় পাঠদান স্বাভাবিক রাখা কঠিন হয়ে যাচ্ছে।”
অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। জানা গেছে, বিদ্যালয়ের চারপাশে কোনো সঠিক ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকায় পুরো স্কুল চত্বরেই পানি জমে থাকে। নিচু এলাকায় অবস্থান করায় পানি জমে থেকে যায় দীর্ঘ সময়।
বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের ড্রেন এবং স্থায়ী অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, সমস্যার স্থায়ী সমাধান না হলে প্রতিবছর বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি হবে।
এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং জেলা শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান ফটকে জমে থাকা পানি এবং শিক্ষার্থীদের হাঁটু পানির ভেতর দিয়ে চলাচলের চিত্র যেন জলাবদ্ধতার বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com