নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মো. মাহমুদুজ্জামান মাহিন তার অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে। তবে মাহিনের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় তার পরিবারের আর্থিক অসচ্ছলতা।
এই সংকটময় পরিস্থিতিতে মাহিন সহায়তা চান আটপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার কাছে। ইউএনও রুয়েল সাংমা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তাৎক্ষণিকভাবে মাহিনকে আর্থিক সহায়তা প্রদান করেন, যার মাধ্যমে তার ভর্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, ইউএনও রুয়েল সাংমার এই উদ্যোগ শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যত গঠনে সহায়ক নয়, বরং সমাজে শিক্ষা ও মানবিকতার প্রতি একটি শক্তিশালী বার্তাও বহন করে। মাহিনের এই সংগ্রাম ও সফলতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com