প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১২:৪৬ এ.এম
ধর্ষক সোর্স লিটন বাবুর বিচার ও গ্রেপ্তার এর দাবিতে মানব বন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মড়লটোলা বাবু বাজার মোড়ে ধর্ষক গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং ভুক্তভোগী পরিবার অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নারীর ভাই মোহাম্মদ রাসেল আলী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সমাজকর্মী আতিকুল ইসলাম পলাশসহ অনেকে। বক্তারা বলেন, শিবগঞ্জের উপর চাকপাড়ার হেলাল উদ্দিন ওরফে মুক্তার আলীর ছেলে সোর্স বাবু এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজশাহীর একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারীকে হোটেলে ফেলে রেখে পালিয়ে যায়।
বক্তারা আরও বলেন, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। এ ঘটনা শুধু তার মানসিক ভাঙনের কারণ নয়, বরং পুরো সমাজ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। বক্তারা ধর্ষক সোর্স বাবুর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন এই ধরনের অপরাধীর যেন আইনের ফাঁকা গলে পার পাওয়ার সুযোগ না থাকে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আমরা আর নীরব নই। অন্যায়ের প্রতিবাদ হবেই, বিচার হবেই
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com