ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যে ১৪ জুলাই বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মেহেদী আল মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রায়হান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীন ফেরদৌস।
এসময় প্রধান অতিথি ইউএনও আমজাদ হোসেন বলেন,পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই যুগে সচেতনতা বাড়িয়ে প্রত্যেক পরিবারকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
আলোচনা শেষে উপজেলার সেরা ইউনিয়ন হিসাবে ৫নং উপাদী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল্লহ প্রধান,জেলা ও উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক(উপাদী উওর)
সুমন চন্দ্র সরকার এবং জেলা ও উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আলেমা সুলতা (উপাদী উওর) কে ক্রেস্ট প্রদান করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com