প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১২:৫০ এ.এম
নড়াইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বেকারিকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারার আওতায় নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ‘মদিনা ফুড বেকারিকে’ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট পণ্যের অনুমোদন নিয়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন করছে। এছাড়াও পণ্যের মোড়কে মূল্য তালিকা উল্লেখ না থাকা এবং বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি ভোক্তার অধিকার লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে নিরাপদ খাদ্য ও ন্যায্য বাণিজ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com