প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১:০০ এ.এম
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার দুই মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

“যেখানে একটি গাছ রোপিত হয় সেখানে জন্ম নেয় লাখো জীবনের সম্ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার দুই মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জে.টি. এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই সামাজিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাবু'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডি সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন- বসুন্ধরা শুভসংঘ গাংণী উপজেলা শাখার উপদেষ্টা মো: মাহবুবুর রহমান এবং জে.টি. এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংণী উপজেলা শাখার সহ সভাপতি মো: মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: খায়রুল বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামি উল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফাহাদ হোসেন শিহাব, অর্থ সম্পাদক, ইয়াসমিন জাহান, কার্যকারী সদস্য ইয়াসিন হাবিব, জায়েদ কবির, ওয়াহিদুজ্জামান স্বপ্নীল।
জে.টি. এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, সহকারি শিক্ষক মো: আকরামুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা ও সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিলো সফল ও প্রাণবন্ত।এ সময় ২০ টি ফলজ ও ১০ টি বনজ বৃক্ষ রোপণ করা হয়।
আলোচনা সভায় বৃক্ষ রোপণের ধারাবাহিকতা ও গাছের রক্ষণাবেক্ষণ করা হবে বলে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। তারা বলেন,শিল্পায়ন, যানবাহন, বনভূমি উজাড় এবং নানা মানবসৃষ্ট কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে প্রকৃতি ও মানবজীবনে। এ প্রেক্ষাপটে বৃক্ষরোপণ হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তন মোকাবেলার অন্যতম কার্যকর ও অপরিহার্য উপায়। সেই লক্ষেই আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলে জানান তারা। এছাড়া নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সমাজ -রাষ্ট্রের জন্য উন্নয়নমুলক কাজ করার অঙ্গীকার করেছেন তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com