প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১:১৭ এ.এম
হাউজবোট ওনার্স এসোসিয়েশন এর উদ্যোগে নীলাদ্রী/শহীদ সিরাজ লেক পরিচ্ছন্নতা অভিযান

তাহিরপুর উপজেলা প্রতিনিধি - সাদ্দাম হোসেন -সুনামগঞ্জ জেলার অন্যতম পর্যটন সম্ভাবনাময় জনপদ তাহিরপুর। জেলা সদর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত অপরিসীম সৌন্দর্যের লীলাভূমি তাহিরপুর। উপজেলায় রয়েছে হাওলি জমিদার বাড়ি, টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদী, বারেক টিলা, শিমুল বাগান, সীমান্তের ওপারে মেঘালয় পাহাড় ও নীলাদ্রি লেকের মতো মনোরম দর্শনীয় স্থান। দেশি-বিদেশি পর্যটকদের কাছে ক্রমে আকর্ষণীয় হয়ে উঠছে এই পর্যটনীয় স্থানগুলো । ভারতের মেঘালয় পাহাড়ের কুলঘেষা এই জনপদকে যেন নিজ হাতেই নৈসর্গিক অপরূপ দৃশ্যবলিতে সাজিয়েছে প্রকৃতি।দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসা পর্যটক প্রেমিরা যত্রতত্র প্লাস্টিক অপচনশীল দ্রব্য ফেলার কারণে পরিবেশ ভারসাম্য নষ্ট হয়।
প্লাস্টিক এবং অপচনশীল দ্রব্য যেখানে সেখানে ফেলায় তারা নীলাদ্রি লেকে ময়লা আবর্জনা ১৩ ও ১৪ তাং.পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে হাউজবোট ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ। তারা জানান যে,প্রথম থেকে আমাদের কঠোর অবস্থান ছিল, আছে এবং থাকবে। যেখানে সেখানে প্লাস্টিক দ্রব্য ফেলে দেবার ব্যাপারে সবাইকে নিজ উদ্যোগে স্ব স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে। সবাই মিলে করি পন ...
পরিবেশ রবে চিরন্তন" ।
'হাউজবোট ওনার্স এসোশিয়েসন অফ বাংলাদেশ এর উদ্যোগে ট্যাকেরঘাট তথা নীলাদ্রি লেকে চালিয়েছি পরিচ্ছন্নতা অভিযান।
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমরা সদা তৎপর, আমাদের পরিবেশ আমরাই পরিচ্ছন্ন রাখবো। সকল হাউজবোট মালিক, আমাদের সম্মানিত সকল অতিথি, হাউজবোটের সাথে সংশ্লিষ্ট সকল ম্যানেজার এবং স্টাফ ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের নিকট আমাদের আকুল আবেদন। ভ্রমনের পাশাপাশি স্ব-দায়ীত্ব সহকারে নিজ ভ্রমণ স্থানটি পরিচ্ছন্ন রাখুন, এবং পরিবেশ সংরক্ষন করুন। আমাদের দায়ীত্বশীল আচরনই আমাদের পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনে সহায়তা করবে।
সেই সাথে এখন থেকে নিয়মিতভাবেই আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। আমাদের পাশে থাকার জন্য জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় ও প্রান্তিক জনগোষ্ঠী এবং সকলের প্রতি জানাই, অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন হাউজবোট এসোসিয়েশন ওনার্স বাংলাদেশ সভাপতি, আরাফাত হোসেন আকন্দ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com