দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের টাউনশ্রীপুর গ্রামের প্রতিবনন্ধী জিয়াউর রহমান (জিয়া) ও সুশীলগাঁতী গ্রামের মানসিক ভারসাম্য হীন আফসার আলী মোল্লা। এই দুইজনের বাড়ি থেকে গভীর রাতে ভ্যান চুরি হয়ে যায়। ভ্যান চুরি হয়ে যাওয়ার তারা দুইজন পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করে এবং তারা দিশেহারা হয়ে পড়ে। তখন সমাজিক যোগাযোগ মধ্যমে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের করা পোস্টটি উপজেলা নির্বাহী অফিসারের চোখে পড়ে। তিনি দেখার সাথে সাথে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের দুইজন কে ভ্যান উপহার দিবে বলে ব্যাক্ত করে। তার ধারাবাহিকতায় ১৫ই জুলায় দুপুর ১ টায় উপজেলা পরিষদ চক্রে তাদের দুইজন কে নতুন ভ্যান উপহার দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংবাদিক ও সেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন । এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সধারণ মানুষের কল্যানে আমরা সব সময় কাজ করে যাবো। আর আফসার ও জিয়া বলেন,আমাদের ভ্যান চুরি হয়ে যাওয়ার আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম ইউএনও স্যার আমাদের যে ভ্যান উপহার দিয়েছে তাতে আমরা খুব খুশি হয়েছি। আমরা এখন এই ভ্যান দিয়ে আয় করে সংসার চালাতে পারবো।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com