প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১:৩০ এ.এম
রাজবংশ হাউজ বোট দখলের অভিযোগে মধ্যনগর বিএনপি নেতার পদ স্থগিত

সুনামগঞ্জের মধ্যনগরে রাজবংশ হাউজ বোট দখলের অভিযোগে বিএনপির মধ্যনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনুকে দলীয় পদ থেকে সাময়িকভাবে স্থগিত করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
১৫ জুলাই (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, হাউজ বোট দখলের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং এ বিষয়ে মালিক পক্ষ কেন্দ্রীয় বিএনপির কাছে লিখিত অভিযোগ করেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করা হয়।
এ প্রেক্ষিতে মমিনুল হক বেনুর পদ স্থগিত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সময়মতো সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে স্বাক্ষর করেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এবং স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক।
চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের কাছেও প্রেরণ করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com