প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১:৩৪ এ.এম
কুড়িগ্রামে জুলাই অভ্যুত্থানের সাহিত্যিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রাম সাহিত্যসভার আয়োজনে “ জুলাই অভ্যুত্থানের সাহিত্যিক প্রেক্ষাপট: প্রেক্ষিত কবি সাম্য রাইয়ানের ‘স্বাধীনতা লাগবে’ ও আহম্মেদুল কবিরের ‘রক্তের কত দাম’ কবিতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
১৫ জুলাই ২০২৫ তারিখ বিকেল চারটায় কলেজ মোড়স্থ সাহিত্য সভাঘরে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক রতন অধিকারীর পরিচালনায় উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির, কবি সাম্য রাইয়ান, তরুণ লেখক নুসরাত জাহান, হিজিবিজি সংগঠক ও জুলাই অভ্যুত্থানের সংগঠক রাজ্য জ্যোতি, চয়ন সরকার, মমিনুল ইসলাম, আল জোবায়ের, ছাত্র ইউনিয়নের নেতা তাজভীর আহম্মেদ মুগ্ধ প্রমূখ৷
সভায় কবিতাদুটি পাঠ ও এপ্রসঙ্গে আলোচনা করা হয়৷ আলোচনায় উঠে আসে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, স্বপ্ন, বাস্তবতা ও পরিণতির কথা৷
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com