প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১:৪২ এ.এম
টঙ্গীতে চিরুনি অভিযান: দুই থানার যৌথ অভিযানে গ্রেফতার ৬০

গাজীপুরের টঙ্গী এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বিশেষ চিরুনি অভিযানে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা যৌথভাবে গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি টঙ্গীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাস্তাঘাট, মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কে ছিল। জননিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন,
“আমাদের থানার আওতাধীন এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয়েছে। তারা সবাই মাদক, চুরি, ছিনতাই কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত। কাউকে রাজনৈতিক বিবেচনায় নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান,
“পশ্চিম থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধে জড়িত। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে। যাচাই শেষে সবাইকে আদালতে পাঠানো হবে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নিয়মিত এ ধরনের অভিযানের ফলে টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং এলাকাকে বাসযোগ্য রাখতে টঙ্গী অঞ্চলে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com