বাগেরহাটের শরণখোলায় বিএম লাইন পরিবহনের গাড়ি চাপায় পথচারী এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ ই জুলাই বিকেলের দিকে রায়েন্দা রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢাল এলাকায়।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সোনাতলা গ্রামের বাসিন্দা সবুর মুন্সির স্ত্রী রাশিদা বেগম (৫০) শরনখোলা উপজেলার নলবুনিয়া থেকে সোনাতলা গ্রামে যাওয়ার সময় রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ডে বিএম লাইন গাড়ী চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এরপর বিএম লাইন পরিবহনের ড্রাইভার গাড়িটি নিয়ে দ্রুত মোরেলগঞ্জের উদ্দেশ্যে চলে যায়। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ও শরণখোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
শরলখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন ঘটনা শুনে বাস স্ট্যান্ড এলাকায় সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল আজিজ ও চিন্ময় কে পাঠিয়ে সুরতহাল রিপোর্ট শেষ করে আইনগত প্রক্রিয়ায় সবকিছু সম্পন্ন করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com