প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১:৫১ এ.এম
সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনার মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে সিএনজিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল সাইকেল আরোহী পরিতোষ চন্দ্রের (৪২) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক সড়কের রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (খেরবাড়ী) এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহত পরিতোষ চন্দ্র পার্শ্ববর্তী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ভরাট ভাংনী গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পরিতোষ চন্দ্র মোটরসাইকেল চালিয়ে গাইবান্ধা অভিমুখে যাচ্ছিলেন। ঘটনার সময় গরুবাহী একটি ভটভটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান ও মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com