সারা দেশে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করতে পটুয়াখালীর পটুয়াখালীর বাউফলে বিএনপি'র দুই গ্রুপের পৃথক বিক্ষোভ করেছে। বিকেল পাঁচটায় বিএনপি সহ দপ্তর সম্পাদক মনির হোসেন গ্রুপ হাসান দালাল মার্কেট থেকে উপজেলা হয় পৌরসহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেল সাড়ে পাঁচটায় বিএনপি'র সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সমর্থকরা বাউফল পৌর শহরের এমপির ব্রিজ থেকে গোলাবাড়ি হয়ে বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন। বিএনপি'র দুই গ্রুপে একই শ্লোগানের মুখরিত করেন বাউফল পৌরসভা। বিক্ষোভকারীরা স্লোগানে বলেন ষড়যন্ত্রকারীদের আস্তানা জ্বালিয়ে দাও পরিয়ে দাও, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়ার জন্য আহ্বান জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com